মাসুদকে হেপাটাইটিস সি থেকে বাঁচাতে জরুরি সহায়তা প্রয়োজন!
চট্টগ্রামের নাজিরহাটের মাসুদ পারভেজ (৪২) ক্রনিক হেপাটাইটিস সি রোগের সাথে লড়াই করছেন। তার তিন শিশুসন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত। চিকিৎসার জন্য ৮৪ দিনের ভেলপানেক্স ট্যাবলেট প্রয়োজন, যার প্রতিটির দাম ১,০০০ টাকা (মোট ৮৪,০০০ টাকা)।
আপনার সাহায্য একটি জীবন বাঁচাতে পারে।
দান করুন! দোয়া করুন! শেয়ার করুন!
আপডেটঃ আলহামদুলিল্লাহ, ১৫ এপ্রিলের পর থেকে মাসুদের আর মাত্র ২৬ হাজার টাকার ডোজ বাকি আছে। এখন তার জন্য প্রয়োজন আর ২৬ হাজার টাকা