জরায়ু ক্যান্সারে আক্রান্ত সূর্য বানু—যাকাত ও সাদাকাই পারে জীবন বাঁচাতে

৫৫ বছর বয়সী সূর্য বানু থাকেন দেশের সবচেয়ে দরিদ্র উপজেলাগুলোর একটি - কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সন্নাসিকান্দি গ্রামে। গত ১৮ মাস ধরে তিনি জরায়ু ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘ এই সময়টুকু তিনি কাটিয়েছেন অসহনীয় ব্যথা, ভয় আর অনিশ্চয়তার মধ্যে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার প্রয়োজন ৬টি কেমোথেরাপি। মানুষের সহযোগিতায় ইতোমধ্যে তিনি ২টি কেমোথেরাপি নিতে পেরেছেন - যা তার জীবনের আশার আলো জ্বালিয়েছে। কিন্তু সেই আলো এখন নিভে যাওয়ার পথে।

সূর্য বানুর স্বামী অত্যন্ত বয়স্ক। পরিবারের একমাত্র ছেলে একজন দিনমজুর - যার আয় দিয়ে কোনোমতে খাবার জোটে, চিকিৎসা তো দূরের কথা। এই পরিবারের পক্ষে এখন আর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্পূর্ণ অসম্ভব।

চিকিৎসা বন্ধ হয়ে গেলে সূর্য বানুর জীবন চরম ঝুঁকিতে পড়ে যাবে। এই মুহূর্তে তার পরবর্তী কেমোথেরাপির জন্য প্রয়োজন ৬০,০০০ টাকা - যা জোগাড় করা তাদের পক্ষে অকল্পনীয়।

“যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, আল্লাহ তাদের দান বহু গুণ বাড়িয়ে দেন।” - (সূরা আল-বাকারা: ২৬১)

আজ আপনার দেওয়া যাকাত বা সাদাকাহ হতে পারে একজন মায়ের জীবনের অবলম্বন। আপনার সহানুভূতিই সূর্য বানুকে তার সন্তান ও পরিবারের পাশে আরও কিছুদিন বাঁচার সুযোগ করে দিতে পারে।

সূর্য বানুর চিকিৎসা তহবিলে আজই দান করুন - আজ নয়, এখনই। সময়ই এখানে সবচেয়ে বড় শত্রু।