- 2025-04-30
রুজি বেগমের সর্বমোট পাঁচটি কেমো সম্পন্ন হয়েছে। আর একটি কেমো বাকি আছে। এই আপডেট লেখা পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল বলে জানা গিয়েছে। তিনি বা তার পরিবার সিজেডএম থেকে আর কোনো সহায়তা এখন পর্যন্ত চান নি বলে আমরা তার জন্য ফান্ডরেইজিং বন্ধ করে দিচ্ছি।
রুজি বেগমের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।