[email protected]
+880 288 70 770

1st Floor, 113/B, Tejgaon Industrial Area, Dhaka-1208

Donate Now

আপনি কি একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিতে ইচ্ছুক?

  • আপনি কি একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিতে ইচ্ছুক? image
  • আপনি কি একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিতে ইচ্ছুক? image
  • আপনি কি একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিতে ইচ্ছুক? image
  • আপনি কি একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিতে ইচ্ছুক? image

আপনি কি একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিতে ইচ্ছুক?

আমরা জানি, আমাদের চারপাশে এমন অনেক রহমদীল ব্যক্তি আছেন যারা কোনো না কোনো ভালো কাজ করার সুযোগ ও প্ল্যাটফর্ম খোঁজেন, যা হবে নির্ভরযোগ্য ও কার্যকর। যদি আপনিও তেমন একজন হয়ে থাকেন, এই পোস্ট আপনার জন্য।

জিনিয়াস স্কলারশীপ প্রজেক্ট হচ্ছে সিজেডএম কর্তৃক পরিচালিত বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর বৃত্তি প্রকল্প। এই প্রকল্পের আওতায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও নার্সিং ইন্সটিটিউটে অধ্যয়নরত মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদেরকে বৃত্তি দেয়া হয়।  

২০১০ সাল থেকে শুরু হওয়া জিনিয়াস বৃত্তি কর্মসূচীর আওতায় সিজেডএম এখন পর্যন্ত প্রায় ১৭,৩৫০ ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করেছে। বর্তমানে ৮৩৩৪ জন ছাত্র-ছাত্রীর বৃত্তি চলমান রয়েছে। বর্তমানে পরের বছরের জন্য বৃত্তিপ্রার্থীদের আবেদনপত্র গ্রহণ ও নির্বাচনী প্রক্রিয়া চলমান রয়েছে। সিজেডেম কর্তৃক বৃত্তি প্রদানের নিয়মাবলীঃ

  • একজন শিক্ষার্থীকে মাসিক ৪০০০ টাকা বৃত্তি দেয়া হয়।
  • এক বছরে তাকে দেয়া হয় ৪৮,০০০ টাকার বৃত্তি।
  • সর্বমোট ৩০ মাস বৃত্তি প্রদান চলমান থাকে। সেই হিসেবে একজন শিক্ষার্থীর জন্য পুরো মেয়াদে লাখ ২০ হাজার টাকার বৃত্তি নির্ধারণ করা হয়

এক শিক্ষাবর্ষে কতজন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে, তা নির্ভর করে অনুদান প্রাপ্তির উপর।

এই প্রক্রিয়ায় আপনি যেভাবে একজন ছাত্রের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের কারিগর হতে পারেনঃ 

  • মাসে ৪০০০ টাকা বৃত্তিপ্রদানের মাধ্যমে
  • এক বছরে একজন শিক্ষার্থীকে এই হারে বৃত্তি দিয়ে
  • পুরো ৩০ মাস মেয়াদ জুড়েই একজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে
  • আপনার যতজন শিক্ষার্থীকে ইচ্ছে হয়, ততজন শিক্ষার্থীর বৃত্তির দায়িত্ব নিয়ে
  • কোনো নির্দিষ্ট শিক্ষা সেক্টর (যেমন মেডিকেল, ইঞ্জিনীয়ারিং, বা কোনো বিশেষ সাবজেক্টের শিক্ষার্থী)-কে আপনি বেছে নিতে পারেন।
  • কোনো নির্দিষ্ট এলাকা (যেমন আপনার গ্রামের বাড়ি বা জেলা)-কে বেছে নিতে পারেন।
  • কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকেও বেছে নিতে পারেন।

আল্লাহ রাব্বুল 'আলামীন যেভাবেই হোক, আপনাকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নির্বাচিত ও নিয়োজিত রাখুন, আমীন!

Campaign ID: #1007
Started From: 28 April, 2025 02:27 AM
Ends On: 28 April, 2026 02:27 AM
Raised: 53910 Tk
Goal: 4800000 Tk
1%
362 Days Left
72 Supporters
Program

GENIUS - Scholarship

Have any question?
Contact Us