[email protected]
+880 288 70 770

1st Floor, 113/B, Tejgaon Industrial Area, Dhaka-1208

Donate Now

স্বপ্নের "প্রিয়নিবাস"-এ স্বাগতম

স্বপ্নের "প্রিয়নিবাস"-এ স্বাগতম

মানিকগঞ্জে একটা খুব সুন্দর জমি আমরা পেয়েছি, জানেন?

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট মানিকগঞ্জে "প্রিয়নিবাস" নামে একটি মানসম্মত আশ্রয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ভবন নির্মাণের কাজ অনেকদূর এগিয়েছে, আলহামদুলিল্লাহ! 

প্রিয়নিবাসের অন্যতম কার্যক্রম হবে অসহায় প্রতিবন্ধীদের আবাসিক সুবিধা প্রদান করা।

জানেন কি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীতে মোট জনসংখ্যার ১০ শতাংশ প্রতিবন্ধী?

উন্নত বিশ্বে এই জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় অনেকাংশে অন্তর্ভূক্ত করে নিলেও তৃতীয় বিশ্বে এখনো তারা প্রচন্ড অবহেলিত, সুবিধাবঞ্চিত ও অসহায় জীবন যাপন করছে। অথচ, আল্লাহ রাব্বুল 'আলামীনের হিসেব অনুযায়ী, এদেরকে তো আমাদেরই মা-বাবা-ভাই-বোন হিসেবে বিবেচনা করার কথা ছিল।  এদের পাওয়ার কথা ছিল বিশেষ যত্ন।

আমরা এই প্রিয়নিবাসে তাদের ভালো থাকা-খাওয়া আর যত্নের ব্যবস্থা করতে চাইছি-- যাদের পায়ের নীচে  নিরাপদ ঠাঁই নেই, একটু মাথা গোজার জন্য নেই সুরক্ষিত ছাদ, কেননা তারা নিজেরা নিজেদের দেখভাল করতে অক্ষম।

এখানে এ সব মানুষের আশ্রয় ও পরিচর্যা, অনুশীলন, চিকিৎসা, প্রয়োজনীয় থেরাপি, বয়স-মাফিক পড়াশুনা, ক্ষেত্রবিশেষ পুনর্বাসন ও দক্ষতা গড়ে তোলার জন্য দক্ষ প্রশিক্ষক, আধুনিক ও বিজ্ঞান সম্মত চিকিৎসা ও শিক্ষা উপকরণ সরবরাহ এবং মনোরম পরিবেশ নিশ্চিত করার অনেক সুন্দর মায়াভরা স্বপ্ন বুনে চলছে সিজেডএম-- যেখানে আল্লাহ রাব্বুল 'আলামীনের সন্তুষ্টি অর্জনটাই আমাদের মূল লক্ষ্য থাকবে, ইংশাআল্লাহ! 

এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৫ কোটি টাকার প্রয়োজন হবে, যেখানে আমরা ক্যাশ ওয়াকফকে বেশি গুরুত্ব দিচ্ছি। এর পাশাপাশি যে কোনো পরিমাণ সাদাক্বাও আপনি দিতে পারেন। প্রকল্প এলাকা ঘুরে দেখতে ও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

  • মাত্র ১৫০০ জন দানশীল ও বিত্তশালী ব্যক্তি ১ লাখ টাকা করে নগদ টাকা ওয়াকফ (ক্যাশ ওয়াকফ) করলে সহজেই এরকম একটি প্রকল্প অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব।
  • আপনি চাইলে প্রতি স্কয়ার ফুটের হিসবে সাদাক্বাহ করতে পারেন। প্রতি স্কয়ার ফুটের নির্মাণ ব্যয় ২৫০০ টাকা। বা আপনি চাইলে এর চেয়ে বেশি বা এর চেয়ে কম যে কোনো অ্যামাউন্ট ওয়াকফ বা সাদাক্বাহ করতে পারেন। 

ওয়াকফ মানে সেই বিনিয়োগ যার লভ্যাংশ বা সাওয়াব একজন ওয়াকিফ বা ওয়াকফ-কারী ব্যক্তির মৃত্যুর পরেও তার আমলনামায় যোগ হতে থাকে।

এই সুন্দর স্বপ্ন বিনির্মাণে আমাদের কাছে আপনিও কি এগিয়ে আসবেন??? চলুন আমরা এমন বিনিয়োগ করি-- যার সময়সীমা এই জাগতিক জীবনেরও ঊর্ধ্বে উঠে যায়!! আমীন!

 

Campaign ID: #1024
Started From: 29 April, 2025 03:19 AM
Ends On: 29 April, 2026 03:19 AM
Raised: 0 Tk
Goal: 15000000 Tk
0%
363 Days Left
0 Supporters
Program

INSANIAT - Emergency Support

Have any question?
Contact Us